
নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ সিলেট জেলা আওয়ামী লীগের নবঘোষিত পুর্ণাঙ্গ কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মোহাম্মদ ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু ও মোঃ গোলাপ মিয়াকে অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবী মোঃ দেলোয়ার হোসেন।
শুক্রবার (৮ জানুয়ারি ) এক অভিনন্দন বার্তায় তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান এবং নবনির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় দেলোয়ার হোসেন বলেন, ‘নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেটে আওয়ামী লীগ আরো সুসংগঠিত হবে এবং দিন দিন দলের সুনাম বৃদ্ধি পাবে। নতুন নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের সোনার বাংলা গঠন এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে নিরলসকাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি ।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান দেলোয়ার হোসেন।