1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪২.৩ ওভারে ১০১ রানেই অলআউট আফগানিস্তান


আগের ম্যাচে ১৫৪ রানে গুটিয়ে গিয়ে হারের শঙ্কা তৈরি হয়েছিল। তবু বোলারদের দুরন্ত পারফরম্যান্সে সেই ম্যাচটাও জিতে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে স্বাগতিকরা অলআউট করে দেয় ১৩৮ রানে।

এবার সফরকারি দলকে আরও কমে বেঁধে ফেললো যুবা টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নাইমুর রহমানের ঘূর্ণিতে ৪২.৩ ওভারে ১০১ রানেই অলআউট হয়েছে আফগানিস্তান।

টস জিতে ব্যাট করতে নামাই যেন কাল হয়েছে আফগানদের। একটা সময় অবশ্য ৩ উইকেটে ৬৪ রান ছিল সফরকারিদের। সেখান থেকে একের পর এক উইকেট হারিয়ে গুটিয়ে যায় ইজাজ আহমেদের দল।

৩৭ রানে শেষ ৭ উইকেটের পতন ঘটেছে আফগান যুবাদের। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান ওপেনার সাবাউন বানুরির। কামরান হোটাক ১৮ রানে অপরাজিত থাকেন ৭৬ বল খেলে।

টাইগার বোলারদের মধ্যে সবচেয়ে সফল নাইমুর। বাঁহাতি এই স্পিনার ১০ ওভারে মাত্র ১৪ রান খরচায় নেন ৪টি উইকেট। বোলিং ফিগার ১০-৪-১৪-৪!
এছাড়া গোলাম কিবরিয়া দুটি, রিপন মন্ডল এবং এসএম মেহরাব নেন একটি করে উইকেট।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet