জয়ন্ত গোস্বামী
রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
জয়ন্ত গোস্বামী:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিলেট জেলা শাখা।
রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৩ ঘটিকায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্টানে সংগঠনের সিলেট জেলা সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
এসময় মাসুক উদ্দিন আহমদ বলেন, শেখ রাসেল বেচেঁ থাকলে তিনিও জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করতেন। কিন্তু পঁচাত্তরের পনেরই আগষ্ট ঘাতকেরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশকে নেতৃত্ব শুন্য করতে চেয়েছিল। ঘাতকেরা শেখ রাসেলকেও সেদিন রেহাই দেয়নি। তাদের সে আশা দুরাশায় পরিনত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ হিসাবে বাংলাদেশ গড়ে উঠছে।
সভায় আরোও বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হুসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, সিলেট জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসর আজিজ, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংসু দাস মিঠু, সিলেট মহানগর শ্রমীকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন, সিলেট জেলা কৃষকলীগের সভাপতি নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. শামীম আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান প্রমুখ।
এছাড়াও আয়োজিত এই অনুষ্টানে আওয়ামী লীগ পরিবারের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিলেট জলার অন্তর্গত সকল উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।