1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:১১ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

সিলেটে শিশু ধর্ষণ মামলার দুই আসামি রিমান্ডে


নিউজ পয়েন্ট প্রতিবেদক ::  সিলেটের ৫ম শ্রেণীর এক ছাত্রী (১২) কে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই জনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।তারা হলেন, জালালাবাদ থানা এলাকার রায়েরগাঁয়ের নাসির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২২) ও একই এলাকার তজম্মুল আলীর ছেলে মো. এখলাছ মিয়া (২০)।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাদের রিমান্ডে মঞ্জুর করেন সিলেট মহানগর হাকিম তৃতীয় আদালতের বিচারক শারমিন খানম নিলা।এর আগে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা আসামিদের আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চাইলে ২ দিনের মঞ্জুর করেন আদালত।এর আগে রোববার (৪ অক্টোবর) ভোরে জসিম উদ্দিন (২২) কে সুনামগঞ্জের আক্তাপাড়া এলাকা থেকে ও মো. এখলাছ মিয়া (২০) কে সিলেটের শহরতলীর কালাপাহাড় এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়।

আদালতে বাদি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, এডভোকেট রঞ্জন ঘোষ ও এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন। নিউজ পয়েন্ট সিলেটকে রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন।প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর (রোববার) সিলেটের শহরতলীর রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৫ম শ্রেণীর এক ছাত্রী (১২) কে তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’ করেন এলাকারই দুই যুবক। পরে স্কুল ছাত্রীর পিতা গত ১৩ সেপ্টেম্বর রাতে জালালাবাদ থানায় দু’জনকে আসামী করে মামলা নং-৮ দায়ের করেন। মামলার ১৯ দিন পর তাদের গ্রেপ্তার করলো পুলিশ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet