1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ৮ মে, ২০২১

সিলেটে জঙ্গি হামলায় নিহত ফাহিম ও অপুর কবর জিয়ারত করে ছাত্রলীগ


নিউজ পয়েন্ট সিলেট ডেস্ক :২৫ শে মার্চ, ২০১৭ তারিখে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় সন্দেহভাজন একটি জঙ্গি আস্তানায় পুলিশ এবং সেনাবাহিনীর অভিযান হয় দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহলে’ জঙ্গি আস্তানায় অভিযান তখনও শেষ হয়নি।

এরই মধ্যে একদিন সন্ধ্যা ৭টার দিকে ওই আস্তানা থেকে কয়েকশ’ গজ দূরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে পুলিশের একটি চেকপোস্টের কাছে পরপর দুই দফায় বোমা বিস্ফোরণে হয়
উক্ত বোমা বিস্ফোরণে মহানগর ছাত্রলীগের ওয়াহিদুল ইসলাম অপু ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জান্নাতুন ফাহিম নিহত হোন।

আজ তাদের কবর জিয়ারত করে দক্ষিণ সুরমা ছাত্রলীগ পরিবার এতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হেলাল বক্স ও ২৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুল, মহানগর ছাত্রলীগ নেতা জাকির আহমেদ খোকা, ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুনেল আহমদ ২৭ ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসন মনির, ২৭ ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি আলি হোসেন , ২৭ ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন কোচাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোহান আহমদ।
২৭ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা এমাদোর রহমান এমাদ, দিয়া, সজিব,রাহিম,আসরাফ,তাউসিফ,তায়েফ, ফাহমিদ প্রমুখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet