1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:১৭ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

সিলেটে ঘুষ বন্ধে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ


ষ্টাফ রিপোর্ট :: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ ঘুষ আদায় বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। চা পানের কথা বলে সেবাগ্রহিতাদের কাছ থেকে ঘুষ লেনদেন বন্ধ করতে টি কর্নারের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) মহানগর গোয়েন্দা বিভাগীয় কার্যালয়ে টি কর্নারটি চালু হয়।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অনেক সময় লক্ষ্য করা যায় যাতায়াত খরচ ও চা খরচের দোহাই দিয়ে কিছু অসাধু পুলিশ সদস্যদের মধ্যে ঘুষ আদায়ের প্রবণতা রয়েছে। মহানগর গোয়েন্দা বিভাগের এ উদ্যোগের কার্যক্রমকে আরও স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করবে।

আর তাই মহানগর গোয়েন্দা বিভাগের একটি কক্ষে অফিসার ও ফোর্সদের কর্ম উদ্দীপনা বৃদ্ধির লক্ষে টি কর্নারের ব্যবস্থা করা হয়েছে। সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সরা স্বাস্থ্যবিধি মেনে টি কর্নারে বিনামূল্যে চা পান করতে পারবেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet