1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শনিবার, ২৯ জানুয়ারী ২০২২, ০৩:৩৬ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ৭ এপ্রিল, ২০২১

সিলেটে করোনায় আরও ২জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এবার সিলেটে করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১৪২জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫, সিলেটে ১০৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে আরও ১৩জন করোনা রোগী শনাক্ত হয়। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬৫জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে ৮জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সিলেটের ৪, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজার জেলায় আরও ২জন রয়েছেন। এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ১৮৩জন।

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯৫ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৮জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৯০জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ৫৬জন ছাড় পেয়েছেন। এছাড়া আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৫৬জন। বুধবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেট ভিউকে এ তথ্য জানান।

সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (৭ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৮ হাজার ৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ২৫৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬০৯জন, হবিগঞ্জে ২ হাজার ৮৬জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet