নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৩৫ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস।
বুধবার (১৯ মে) দৈনিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া ব্যক্তি সুনামগঞ্জ,হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বাসিন্দা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ জি এম নূরনবী আজাদ জুয়েল কর্তৃক গণমাধ্যমে প্রেরিত বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুধবারে শাবির ল্যাবে ২৭৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সুনামগঞ্জ ০৪ জন, হবিগঞ্জ ০৫ জন, মৌলভীবাজার ০৯ জন এবং সিলেটের ১৭ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।