1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১০ মে, ২০২১

সিলেটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ঈদ উপহার প্রদান


সংগৃহীতঃ ফাইল ছবি

নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম এর নির্দেশনায় সারাদেশের ন্যায় সিলেট জেলার সিলেদ সদর, ফেঞ্চুগঞ্জ ,দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়েছে ।

রবিবার সকাল ১১ টায় সিলেট জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে আনসার ও ভিডিপি’র হলরুমে স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে মহাপরিচালকের পক্ষে সদর উপজেলার পঞ্চাশজন সদস্য/সদস্যাকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

সিলেট সদর উপজেলায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রেঞ্জ কমান্ডার মো. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা কমান্ডান্ট এনামুল খান।

এছাড়া সহকারী জেলা কমান্ড্যান্ট প্রদীপ সি দত্ত, উপজেলা প্রশিক্ষক রুপক তালুকদারসহ দলনেতা ও দলনেত্রীগণ উপস্থিত ছিলেন। ঈদ উপহার সামগ্রীগুলো হলো চাল, ডাল, তেল, আলু, সেমাই, পেয়াজ ইত্যাদি।
করোনা মহামারীর এ দুর্যোগকালীন সময়ে বিশেষ উপহার সামগ্রী পেয়ে সদস্য সদস্যাগণ অত্যান্ত আনন্দিত।

রবিবার ছয়টি উপজেলার তিনশ জনকে এ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী উপজেলাগুলোতেও দেওয়া হবে বলে জানা যায়।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet