বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে কমিশনের ৮৬তম সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ ঘোষণা দেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ নভেম্বর সিলেট বিভাগের সিলেট জেলার সদর উপজেলার জালালাবাদ, হাটখোলা, মােগলগাঁও, কান্দিগাঁও ইউপি ও কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই, দক্ষিণ রনিখাই ইউপি ও বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানাবাজার, পশ্চিম গৌরিপুর, বালাগঞ্জ, পূর্ব গৌরিপুর ইউপি।

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক, কালারুকা, ছৈলা আফজালাবাদ, খুরমা দক্ষিণ, চরমহল্লা, দােলারবাজার, গােবিন্দগঞ্জ সৈদেরগাঁও, খুরমা উত্তর, ইসলামপুর, জাউয়াবাজার ইউপি ও দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার, বাংলাবাজার, লক্ষীপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাঁও, বােগলাবাজার, নরসিংপুর, মান্নারগাঁও ইউপি।

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর, পশ্চিম জুড়ী, পূর্ব জুড়ী, গোয়ালবাড়ি, সাগরনালা

 

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ, বদলপুর, জলসুখা, কাকাইলছেও এবং শিবপাশা ইউনয়ন পরিষদ।

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব। আগামী সপ্তাহে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

উলে্লখ্য  ,গত ১১ এপ্রিল ভোটগ্রহণের তারিখ রেখে গত ৩ মার্চ প্রথম ধাপে ৩৭১টি ইউপির তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ভোট স্থগিত করা হয়। পরে ভোটের তারিখ পুনর্নির্ধারণ করে ২১ জুন ২০৪টি ইউপিতে ভোটগ্রহণ করে ইসি। স্থগিত ১৬৭টি ইউপির মধ্যে গত ২০ সেপ্টেম্বর ১৬০টিতে ভোটগ্রহণ করা হয়। দ্বিতীয় ধাপে বুধবার ৮৪৮টি ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো।