1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

স্পোর্টস ডেস্কঃ

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

সিলেটের পেসার রাজা ডাক পেলেন এইচপি দলে


স্পোর্টস ডেস্কঃ  এইচপি দলের ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলো বিসিবি। মঙ্গলবার ঘোষিত এইচপির স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা এর আগে গত ৫ অক্টোবর করোনা টেস্ট করান। আজ প্রকাশিত প্রতিবেদনে স্কোয়াডের সকল সদস্য নেগেটিভ প্রমাণিত হয়েছেন। এবার স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে আগামীকাল (৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ক্যাম্প।

তবে স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারই তিন দলীয় ওয়ানডে সিরিজে খেলবে বলে ৯ অক্টোবর শেষ হবে প্রথম ধাপের অনুশীলন। ১১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিন দলীয় ওয়ানডে সিরিজের পর্দা নামবে ২৩ অক্টোবর। সিরিজ শেষে আবারও শুরু হবে এইচপির ক্যাম্প।

মঙ্গলবার ঘোষিত এইচপির স্কোয়াডে ডাক পেয়েছেন সিলেটের তরুণ পেসার রেজাউর রহমান রাজা। সিলেট বিভাগীয় দলের হয়ে সর্বশেষ জাতীয় দলে দুর্দান্ত পারফর্ম করেন এই পেসার। সিলেট ও পূর্বাঞ্চলের হয়ে ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২১ বছর বয়সী রেজাউর নিয়েছেন ২০ উইকেট। গত মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনে প্রাইম ব্যাংকের হয়ে নিয়েছিলেন তিনি ৪ উইকেট।

স্কোয়াডে পেস বোলার আছেন ৯ জন। তাদের মধ্যে কেউই জাতীয় দলের অভিজ্ঞতা সম্পন্ন নয়। তবে বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব ১৯ দলের চার জন পেসার আছেন।

বাংলাদেশ এইচপি দল : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আকবর আলি, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরি নিপুণ, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরি সাগর, অভিষেক দাস, রেজাউর রহমান রাজা।

 

 

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet