
নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ২২ মে, ২০২১
নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেট’র জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার সরাসরি তত্ত্বাবধানে মুজিববর্ষের গৃহহীনদের জন্য নির্মিত ঘর রাতের অন্ধকারে ভেঙ্গে দিয়েছে স্থানীয় একটি চক্র। এ ঘটনায় থানায় ঠিকাদার আমিন আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নিজপাট ইউনিয়নের অন্তর্গত কমলাবাড়ী ও গুয়াবাড়ী গ্রামের সরকারী অর্থায়নে মুজিব নগর স্থাপনের লক্ষ্যে অসহায় গরীব মানুষদের সরকার কর্তৃক ঘর প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়। তারই ধারাবাহিকতায় গত ৫মাস ধরে গুয়াবাড়ী ও কমলাবাড়ী এলাকায় সরকারি খাঁস শ্রেণীর ভূমিতে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের সরাসরি তত্ত্বাবধানে সাব ঠিকাদার আমিন আহমদ ঘর নির্মাণ কাজ করছেন। গুয়াবাড়ী ও কমলাবাড়ী এলাকায় ঘর নির্মাণ কাজ করার জন্য টিকাদারের লোকজন এবং কেয়ারটেকার উপজেলার ছাতারখাই গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে নজরুল ইসলাম (৩৫) অবস্থানে পাহারাদারের দায়িত্ব পালন করেন। গত বৃহস্পতিবার (২০ মে ) দিবাগত রাত সাড়ে ১২টার সময় পাহাড় ও এলাকার চিহ্নিত টিলা ও পাথর খেকু চক্রের সদস্য উপজেলার গুয়াবাড়ী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আসাদ উরফে আছদ (২২), মছব্বির আলীর ছেলে সিদ্দিক মিয়া (২০), ডালিম মিয়া (৩০), মৃত আব্দুল হান্নানের ছেলে ইসলাম উদ্দিন (৫৫), মৃত কটন আলীর ছেলে মছব্বির আলী (৫৩), মানিক মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম(২০), এবাদ মিয়া (৪০), কমলাবাড়ী গ্রামের মৃহিব আলীর ছেলে আহাদ মিয়া (২৮) সহ অজ্ঞাত ১০/১২জন লোক দলবদ্ধ হয়ে পাহারাদারকে মারধর করে এবং নির্মানাধীন ঘর ভাংচুর করে।
এ সময় নগদ টাকা মোবাইল লুটপাট করার পাশাপাশি প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন করে ভূমি ও পাথর খেকু চক্রটি। এদিকে জবরদখরকারীদের হামলায় আহত কেয়ারটেকার নজরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। ঘটনার খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলার নিবার্হী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার ভূমি ফারুক
হোসাইন।
তিনি জানান, সরকারী কাজে সরকারী ভূমি জবর দখল করার উদ্যেশ্যে চক্রটি হামলা করেছে। বিষয়টি উদ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, মামলা দায়েরের পর পুলিশ অভিযান পরিচালনা করে ১ জনকে আটক করেছে। অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।