1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২২ নভেম্বর, ২০২০

সিগারেট জ্বালিয়ে ঘুম, পুড়ে মৃত্যু স্বামীর এবং দগ্ধ হলেন মেয়ে সহ স্ত্রী


নিউজ পয়েন্ট ডেস্কঃ রাতে ঘুমানোর আগে সিগারেট ধরিয়েছিলেন দীপায়ন সরকার (৩৫)। তবে সেই সিগারেট শেষ করার আগেই ঘুমিয়ে পড়েন তিনি। তা থেকে প্রথমে বালিশ পোড়ে আগুনে। এরপর মশারিতে আগুন ধরলে দগ্ধ হন তিনি। সঙ্গে পোড়েন স্ত্রী ও মেয়ে। এরমধ্যে শনিবার (২১ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীপায়ন মারা যান।

আর চিকিৎসাধীন আছেন তাঁর স্ত্রী পপি সরকার (৩০) ও মেয়ে দিয়া রানী সরকার (৫)। শুক্রবার মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। দীপায়ন নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার ইছাপুর গ্রামের রাম গোপাল সরকারের ছেলে। তিনি দাপা ইদ্রাকপুরে সরদার বাড়িতে ভাড়া থাকতেন পরিবার নিয়ে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, শুক্রবার মধ্যরাতে দীপায়ন ঘরে শুয়ে সিগারেট ধরান। তবে আগুন না নিভিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। সেটি থেকে প্রথমে বালিশ পোড়ে। এরপর মশারিতে আগুন লাগলে তারা তিনজন দগ্ধ হন। তখন তাঁরা চিৎকার শুরু করলে স্থানীয়রা দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে দীপায়ন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet