
নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ৭ অক্টোবর, ২০২০
স্টাফ রিপোর্টারঃ আজ বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ নিপীড়নের ঘটনার সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার ও দ্রুত বিচার এবং নারীর প্রতি সহিংসতা স্থায়ী অবসানের দাবীতে “আলোক প্রজ্জ্বলন” কর্মসূচী পালন করে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের দেয়া নির্দেশনা অনুযায়ী আজকে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ ফেঞ্চুগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ এবং সাধারণ সম্পাদক এ এম ফারহান সাদিক এর উপস্থিতিতে উক্ত কর্মসূচিতে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সকল ইউনিট এর নেতাকর্মী অংশগ্রহণ করেন।