1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে হিন্দু মহাজোটের মানববন্ধন


সিলেট প্রতিনিধিঃ সম্প্রতি ঘটে যাওয়া দেশের বিভিন্ন জায়গায় ধর্ম অবমাননার গুজবে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির নির্দেশে সিলেট জেলা হিন্দু মহাজোট মানববন্ধন করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সকাল ১১ ঘটিকায় এ মানববন্ধন অনুষ্টিত হয়।

দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ীতে হামলা, ভাংচুর,লুঠপাঠ, মন্দির, প্রতিমা বিনষ্ট, নারীদের শ্লীলতাহানী, আগুন দেয়ার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী মানববন্ধন হিন্দু মহাজোট সিলেট জেলা সভাপতি এডভোকেট মিলন ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সিলেট জেলা যুগ্ম-সাধারন সম্পাদক জয়ন্ত গোস্বামীর সঞ্চালনায় অনুষ্টিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন হিন্দু মহাজোট সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক সম্পাদক রাজীব দাস,
হিন্দু মহাজোট সিলেট জেলা প্রচার সম্পাদক সঞ্জয় দত্ত, হিন্দু মহাজোট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক বকুল মালাকার, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর সমন্বয়কারী (দায়িত্বপ্রাপ্ত সিলেট বিভাগ) অপু চক্রবর্তী ।  হিন্দু মহাজোট সিলেট জেলার সদস্য অজিত কুমার ভট্টাচার্য, হিন্দু মহাজোট সিলেট জেলা শাখার সদস্য সমিরন চন্দ, বিনয় দে সজীব, প্রভাকর ভট্টাচার্য, বিজয় পাল, অরিন্দম চৌধুরী, নিখীল সূত্রধর, বাবুল দাস, হিন্দু মহাজোট বালাগঞ্জ উপজেলার সভাপতি সত্রাজিৎ দেব কৃষ্ণ, হিন্দু মহাজোট বালাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক বিপুল রায়, হিন্দু মহাজোট দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক প্রীতম পাল,
হিন্দু মহাজোট বালাগঞ্জ উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক প্রণব পুরকায়স্থ।

এছাড়াও উপস্থিত ছিলেন  হিন্দু মহাজোট দক্ষিণ সুরমা উপজেলা প্রচার সম্পাদক শ্রীবাস মালাকার, হিন্দু মহাজোট দক্ষিণ সুরমা উপজেলার সাংস্কৃতিক সম্পাদক বিকাশ মালাকার, হিন্দু মহাজোট বালাগঞ্জ উপজেলার অর্থ সম্পাদক হিমাংসু ধর, হিন্দু মহাজোট দক্ষিণ সুরমা উপজেলার সহ-প্রচার সম্পাদক প্রার্থ মালাকার, হিন্দু মহাজোট বালাগঞ্জ উপজেলার সমাজ কল্যাণ সম্পাদক রতি লাল সূত্রধর, হিন্দু ছাত্র মহাজোট বালাগঞ্জ উপজেলা সভাপতি সন্তোষ চক্রবর্তী, হিন্দু ছাত্র মহাজোট বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সুমন্ত বিশ্বাস সুমন, হিন্দু ছাত্র মহাজোট বালাগঞ্জ উপজেলা প্রচার সম্পাদক বিশাল চক্রবর্তী তুর্য।

অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন মানবাধিকার বাস্তবায়ন কমিশন সিলেটের সহ-সভাপতি কানু পাল,
হিন্দু ছাত্র মহাজোট সিলেট জেলার সংগঠক সবুজ শর্মা, মিশু দাস, পিয়াল দাস, উজ্জ্বল দাস, প্রিতম দত্ত, মিহির পাল, নয়ন রাজ, পলাশ দেব, বিপ্রজিৎ কুমার দেব, শাওন মল্লিক, পলক দাস, বিপ্লব কান্তি দাস, সৌরভ আচার্য, রুপম চৌধুরী, প্রসেনজিৎ চক্রবর্তী, সজীব চৌধুরী, মিথুন পাল, সুমন পাল, নিউটন দাস, নয়ন চন্দ,প্রমুখ।

হিন্দু মহাজোট সিলেট জেলা সভাপতি এডভোকেট মিলন ভট্টাচার্য তাঁর বক্তব্যে কুমিল্লার মুরাদ নগরে সংগঠিত হামলার ঘটনায় অবিলম্বে দোষী ব্যাক্তিদের গ্রেফতার , মুরাদ নগরের প্রশাসনে কর্মরত ওসি ও টি.এন.ও কে বরখাস্ত করার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৬ জন ছাত্রকে বেআইনিভাবে বহিষ্কার করায় উক্ত বিশ্ববিদ্যালয় গুলোর ভিসিদের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet