1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ২২ মার্চ, ২০২১

সাম্প্রদায়িক হামলার শাস্তির প্রতিবাদে বিশ্বনাথে জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদের মানববন্ধন


স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নওয়াগ্রামে উগ্রমৌলবাদী গোষ্ঠী কর্তৃক সনাতনী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, বাড়ীঘর ও মন্দির ভাংচুরের প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নওয়াগ্রামে উগ্রমৌলবাদী গোষ্ঠী কর্তৃক সনাতনী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, বাড়ীঘর ও মন্দির ভাংচুরের প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ‘৭১ হতেই ধারাবাহিকভাবে এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলে আসছে নানা হামলা, মামলা, নির্যাতন, বাড়ীঘর ভাংচুর। এদেশের মুক্তিসংগ্রামে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের ছিল সমান উপস্থিতি। কিন্তু উগ্রবাদী মৌলবাদী সম্প্রদায় বারবার ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটালেও এর কোন সুষ্ঠু বিচার করা হচ্ছে না। বক্তারা ন্যাক্কারজনক এ হামলার সঠিক তদন্ত সাপেক্ষ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এতে বক্তব্য রাখেন বিশ্বনাথ পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক জয়ন্ত আচার্য্য, জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদের পরিচালক ও ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন বিডি চাপ্টারের সিলেট বিভাগীয় সমন্বয়ক রমা কান্ত দে, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন বিডি চাপ্টারের সিলেট জেলা সভাপতি ও হিন্দু মহাজোট বিশ্বনাথের সভাপতি রণজিৎ গোস্বামী,জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদের মহাসচিব অজিত দে,জাতীয় হিন্দু মহাজোট বিশ্বনাথ উপজেলা শাখার সহ সভাপতি শংকর বিহারী দাস,সন্জিত পুরকায়স্থ, জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদের ধর্মীয় গবেষণা ও প্রকাশনা বিভাগের উপ সহকারী পরিচালক বিজন চন্দ্র দাস বিজয়, সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বাবুল কান্ত দাশ,জাতীয় হিন্দু মহাজোট বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিভাষ দে, জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি শংকর জ্যোতি দে, জাতীয় হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক গোবিন্দ মালাকার,জাতীয় হিন্দু ছাত্র মহাজোট বিশ্বনাথের সাধারণ সম্পাদক রিপন দেবতোষ দাস, রাধাগোবিন্দ যুব সংঘের সাধারণ সম্পাদক পুলক সিংহ প্রমুখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet