
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ১৫ মার্চ, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ সিলেট-৩ আসনের সংসদ সদস্য, ধর্ম ও বানিজ্য মন্ত্রনালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সহাসচিব ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ কয়েস চৌধুরী এম.পি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য লন্ডন মহানগর যুবলীগের সহ-সভাপতি সেলিম আহমদ।
তিনি বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী সিলেট-০৩ নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। এলাকার স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ,মাদ্রাসার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন।যেকোনো প্রাকৃতিক দূর্যোগ এবং ক্রান্তিকালে সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থেকেছেন।
তাঁর এই অসময়ে চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।দেশ এক দেশপ্রেমিক, মেধাবী সন্তানকে হারালো এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর এক বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালেন।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।