নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর মহাসচিব, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি র রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটি।
বুধবার (১০ মার্চ) রাজধানী ঢাকায় এ মিলাদ ও দোয়া মাহফিলে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর এর নেতৃবৃন্দ ও ঢাকা মহানগরের সকল থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব এবং ঢাকা মহানগরের সভাপতি কে.এম শহীদুল্লাহ সংগঠণের পক্ষ থেকে দেশবাসীর কাছে সামাদ চৌধুরী’র সূস্থতা জন্য দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, মাহমুদ উস সামাদ চৌধুরী এম.পি খুব অসূস্থ অবস্থায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।