নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, চিফ রিপোর্টার:: বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিতের সুস্থতা কামনায় শিববাড়ি মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এক প্রার্থনা সভা গোটাটিকর শিববাড়ি মন্দির প্রাঙ্গঁণে অনুষ্ঠিত হয়।
শিববাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এড. বিপ্লব কান্তি দে মাধব এর পরিচালনায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার দাস চৌধুরী এড., বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, মন্দির পরিচালনা কমিটির সভাপতি এড. প্রতাপ চন্দ্র নাথ, সহ-সভাপতি মনমোহন দেবনাথ, অধ্যাপক প্রতাপ চৌধুরী, অধ্যাপক উত্তম সরকার, এড. সাধন চন্দ্র পাল, প্রদীপ দে দীপু, লিটন কান্তি পাল, শুভ্রাংশু দে অপু, রাজকুমার পাল রাজু, স্বপন দাস, কাজল ঘোষ, প্রভাকর পাল বাপ্পা, মিন্টু দাস, উজ্জল রঞ্জন চন্দ, সুজিত কুমার, পিনাক কর, জগদীশ চন্দ্র দেবনাথ, রিপন কুমার বৈদ্য, আপন দাস, মনোরঞ্জন নমঃ, বিপুল ভট্টাচার্য, রাহুল দেব, পলাশ দেব, প্রমুখ।