
নিউজ পয়েন্ট ডেস্কঃ
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
নিউজ পয়েন্ট ডেস্কঃ ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ বিজয়ী হয়েছেন। তিনি ৮৭০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটবর্তী প্রার্থী গোলাম কিবরিয়া ঘোড়া মার্কায় পেয়েছেন ৩১২৯ ভোট। ধানের শীষ প্রতিক নিয়ে আব্দুর রব আল মামুন পান ২৯৪৮ ভোট।
নির্বাচিত চেয়ারম্যান কবির উদ্দিন আহমদ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।
সকাল ৯টা থেকে স্বত:স্ফুর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেন ভোটাররা। বিকাল ৫টা পর্যন্ত সুন্দর, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়।