নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ২১ জুন, ২০২১
নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি সাথী শর্মা’র লেখা কবিতা⤵️
বাতাসের কথা
কলমে-সাথী শর্মা
নৌকার গলুইয়ে বসে আছি একা
জলের ঢেউ আর নাই কেউ, আমি শুধু একা।
সেই সময় বাতাস এসে, আমার কানের কাছে,
বলে উঠে কথা।
কে গো তুমি সুন্দরী, মুখখানা ভার করি বসে আছ একা।
বলব কি কথা খানি, হারিয়েছ কি তুমি
কি আছে ও মনেতে ব্যাথা।
বলবে কি ও বুকেতে লুকায়ে রাখিছ কি
না বলা কথা।
জলের ঢেউয়ের মত
তোমার ও বুকেতে কত কথা আছরে পড়ে।
বলে যদি নাহি থাক আর কারে-
বল ওগো মোরে
নীরব তোমারে দেখে, আমার মন থেকে
আমিও যে ভালবেসে ফেলেছি গো তোমারে
ক্ষণিকের তরে তোমার ও কি ভাল লাগে নাই মোরে।