1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ২৪ মার্চ, ২০২১

সাকিবের ভাইরাল হওয়া ছবির রহস্য উন্মোচন


সম্প্রতি সাকিবের ফেসবুকে দেওয়া একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে তাকে খুব মজা করে বার্গার খেতে দেখা যায়। সেই ছবির ক্যাপশনে সাকিব লেখেন, ‘ইদানিং যা-ই খাচ্ছি, সবই মজা লাগছে। কেন বলুন তো?’

পোস্ট করার পরপরই ছবিটি ব্যাপক ভাইরাল হয়। এ ধরনের একটি ছবি পোস্ট তার ভক্তদের মধ্যে তুমুল কৌতুহল সৃষ্টি করে। তাদের অনুমাননির্ভর নানা মন্তব্য বাড়তে থাকে সাকিবের পেজে গিয়ে। পোস্ট করার পর পরবর্তী মাত্র ৪ ঘণ্টায় ২ লাখের উপরে লাইক, ২৭ হাজার কমেন্ট, ৫ হাজারের বেশি শেয়ার হয়।

অবশেষে সাকিবের সেই ছবি-রহস্যের অবসান হয়েছে। ২৩ মার্চ, মঙ্গলবার রাতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর ব্র্যান্ডরুচি সস্ এবং কেচাপের একটি বিজ্ঞাপন প্রচারতি হয়েছে। সেখানে সাকিবকে দেখা গেছে, যার সাথে ফেইসবুকে পোস্ট করা ছবিটির মিল পাওয়া গেছে।

প্রচারণার আগাম কৌশল বা হাইপ তৈরির উদ্দেশ্যে সাকিব তার ফেইসবুক পেইজ থেকে ছবিটি আপলোড করেছিলেন। যা ব্যাপক ভাইরাল হয়েছে।

তাজা উপাদানের আসল স্বাদের রুচি সস্ এবং কেচাপ। তাই, রুচি সস্ দিয়ে সাকিব যা-ই খাচ্ছেন, সবই তার কাছে মজা লাগছে। আপনিও যদি সেই মজা পেতে চান সাকিবের মত রুচি সস দিয়ে খাবারের স্বাদ বাড়িয়ে নিতে পারেন। দেখবেন আপনিও যা-ই খাচ্ছেন তাতেই মজা পাচ্ছেন।

 

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet