1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

সাংবাদিক মো. শাহিন উদ্দিনের মায়ের মৃত্যুতে গ্রীন প্লান সিলেটের শোক


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ মাসিক ‘টেংরা বার্তা’ পত্রিকার সম্পাদক, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক ও গ্রীন প্লান সিলেটের ভাইস চেয়ারম্যান মো. শাহিন উদ্দিন এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে- গ্রীন প্লান সিলেটের এর নেতৃবৃন্দ।
গ্রীন প্লান সিলেটের নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন- মো. শাহিন উদ্দিন মা ছিলেন অত্যন্ত বিনয়ী, পরহেজগার ও আল্লাহওয়ালা ধার্মিক মহিলা। তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন তাঁর মৃত্যুতে পরিবারের যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরার গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মরহুম কালাই মেম্বারের স্ত্রী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম আহমদ ও মাসিক ‘টেংরা বার্তা’ পত্রিকার সম্পাদক, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক ও গ্রীন প্লান সিলেটের ভাইস চেয়ারম্যান মো. শাহিন উদ্দিনের মা ছিলেন একজন ধর্মভীরু ও সমাজসচেতন আল্লাহওয়ালা ধার্মিক মহিলা ছিলেন। তিনি অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন। তিনি দীর্ঘদিন অসুস্থতা ও বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি গত ১৭ জুলাই রোববার দুপুর ১২ ঘটিকায় নিজ বাড়িতে ইহকালীন জীবন ত্যাগ করে মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে পরকালীন জীবনে পাড়ি জমান। রোববার বাদ মাগরিব মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে তাঁকে পঞ্চায়েতি গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে, অসংখ্য নাতি-নাতনি ও আত্মীয় স্বজন সহ গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে পরিবারের যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
গ্রীন প্লান সিলেটের ভাইস চেয়ারম্যান মো. শাহিন উদ্দিনের মায়ের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন- গ্রীন প্লান সিলেটের চেয়ারম্যান মোশতাক চৌধুরী, সাধারণ সম্পাদক এম আলী হোসাইন, ভাইস চেয়ারম্যান সাংবাদিক মনজুর আহমদ, জয়েন্ট সেক্রেটারী মোঃ আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহেদ হোসাইন রাহিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ এখলাছুর রহমান নাহিদ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য- কবি এখলাছ উর রহমান এখলাছ, শহিদুল ইসলাম লিটন প্রমুখ। বিবৃতিদাতা সকলেই মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet