1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

সস্তা দামে বস্তা ভরার ঠিক বিপরীতে ঢেঁড়সের কেজি ৮০০ টাকা!


নিউজ পয়েন্ট সিলেট আন্তর্জাতিক ডেস্কঃ ঢেঁড়স মোটামুটি সবারই পরিচিত একটি সবজি। দামেও কিছুটা সস্তা। কিন্তু সেই ঢেঁড়সের কেজি যদি ৮০০ টাকা হয় তাহলে চোখ কপালে উঠবে সবারই।

ঢেঁড়সের ইংরেজি নাম লেডিজফিঙ্গার। চলতি ভাষায় অনেকেই ডাকেন ভেণ্ডি বা ওকরা বলে। ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিড্যান্টপূর্ণ তুলনামূলকভাবে সস্তা এই সবজিটির চাহিদা শুধু বাংলাদেশ নয়, ভারতেও প্রচুর।

সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ভোপালের খাজুরি কালান এলাকার এক কৃষক মিশরিলাল রাজপুত দাবি করছেন, তার বাগানে তিনি ঢেঁড়সের যে জাতের চাষ করছেন তার পুষ্টিগুণ চলতি স্বাভাবিক জাতের ঢেঁড়সের থেকেও অনেক বেশি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে তিনি বলেন, আমার বাগানে ফলানো ঢেঁড়সের রং লাল। এই লাল ঢেঁড়স অনেক বেশি খাদ্যগুণসম্পন্ন। যাদের হার্টের সমস্যা আছে, রক্তচাপ আছে, ডায়াবিটিসের সমস্যা আছে, আছে কোলেস্টেরলের সমস্যা তাদের ক্ষেত্রে উৎপাদিত এই লাল ঢেঁড়স খুবই কার্যকরী।

জানা গেছে দিল্লিতে সবুজ ঢেঁড়সের দাম যেখানে কেজিপ্রতি ৪০ টাকা, সেখানে আড়াইশ’ গ্রাম লাল ঢেঁড়সের দাম রাখা হচ্ছে ৭৫-৮০ টাকা! কোনো কোনো সুপারশপে ৫০০ গ্রাম লাল ঢেঁড়স বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকাতেও!
মিশরিলাল রাজপুত জানাচ্ছেন, বারাণসীর এক কৃষি গবেষণা কেন্দ্র থেকে এই ঢেঁড়স বীজ কিনেছিলেন তিনি। মোটামুটি ৪০ দিনের মধ্যেই ফসল দেওয়া শুরু করে এই বীজ। ফলন ও লাভ দুটোই ভালো হয়েছে তার।
সূত্র: জি২৪ ঘণ্টা
নিউজ পয়েন্ট সিলেট/ সবুজ শর্মা
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet