1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট (Shobuj Sharma)

রবিবার, ৯ মে, ২০২১

সর্বোচ্চ কঠিনতম সরকারি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম হিন্দু নারী- পাকিস্থানের চিকিৎসক ‘সানা রামচাঁদ’


নিউজ পয়েন্ট সিলেট- ছবি সংগৃহীতঃ সানা রামচাঁদ

নিউজপয়েন্ট সিলেট শিক্ষা ডেস্কঃ পাকিস্তানের সর্বোচ্চ কঠিনতম সরকারি পরীক্ষায় পাশ করে পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে (পিএএস) প্রথমবারের জন্য নির্বাচিত হলেন কোনো হিন্দু নারী।

 

পাক সিন্ধ প্রদেশের শিকারপুরের বাসিন্দা সানা রামচাঁদ পেশায় চিকিৎসক। তিনিই এই নতুন কৃতিত্ব অর্জন করেছেন।

 

এ বারের এই সর্বোচ্চ প্রশাসনিক পরীক্ষায় বসেছিলেন মোট ১৮ হাজার ৫৫৩ জন। তার মধ্যে লিখিত পরীক্ষায় ২১১ জন পাশ করেছেন। তারপর তাদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, হয়েছে মৌখিক পরীক্ষা ও মানসিক পরীক্ষাও। এরপর যখন চূড়ান্ত তালিকা তৈরি করা হবে, তখনই নির্বাচিতদের নির্দিষ্ট দপ্তরে পাঠানো হবে।

 

ফল প্রকাশের পর তাই উচ্ছ্বসিত সানা টুইট করে জানিয়েছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ। আমি পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের তালিকায় নির্বাচিত হয়েছি। আমার মা-বাবাকে ধন্যবাদ জানাই’।

এটিই পাকিস্তানের প্রশাসনিক পরীক্ষাগুলোর মধ্যে কঠিনতম বলে ধারণা করা হয়। পরীক্ষায় পাশ করেন মাত্র ২ শতাংশ পরীক্ষার্থী।

 

পাকিস্তানে এই পরীক্ষার মাধ্যমে পিএএস নির্বাচনের পরের ধাপের পাকিস্তান পুলিশ সার্ভিস, ফরেন সার্ভিসের নির্বাচন করা হয়। এদের মধ্যে পিএএস-ই কঠিনতম।

এই বছরের পরীক্ষায় মোট ৭৯ জন নারী উত্তীর্ণ হয়েছেন। যাদের বিভিন্ন বিভাগে বিভক্ত করা হবে। এই তালিকায় শীর্ষ স্থানেও রয়েছেন একজন নারী, যাকেও পিএএস-এ নির্বাচিত করা হয়েছে। সূত্র- আনন্দবাজার

নিউজপয়েন্ট সিলেট/ সবুজ শর্মা.

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet