1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:২৪ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে দেশব্যাপী ‘আবুল খায়ের’ কোম্পানীর নিয়োগ বিজ্ঞপ্তি


আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন।

আবুল খায়ের পূর্ণকালীন মেয়াদে দেশের বিভিন্ন জেলায় চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে। যদিও তারা তাদের পদসংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করেনি।

পদের সংখ্যা- নির্ধারিত না
কাজের ধরন- পূর্ণকালীন
কর্মস্থল- ঢাকা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়

পদের নাম- ট্রেড মার্কেটিং সুপারভাইজার
পদের সংখ্যা- নির্ধারিত না
আবেদন যোগ্যতা-
১। স্নাতক বা সমমান পাস।
২। সিগারেট মার্কেটিং, সেলস, প্রমোশন সংক্রান্ত কাজ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
৩। দল পরিচালনায় পারদর্শী, চটপটে ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
বেতন: ২২০০০-২৬০০০ টাকা

পদের নাম- ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ
পদের সংখ্যা- নির্ধারিত না
আবেদন যোগ্যতা-
১। কমপক্ষে এইচএসসি পাস।
২। সেলস, প্রমোশন সংক্রান্ত কাজ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
৩। দল পরিচালনায় পারদর্শী, চটপটে ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
বেতন: ১৩০০০ টাকা


আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ বিজ্ঞপ্তিতে বর্ণিত ঠিকানায় সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে।

জেলা ভেদে ১৩-২৭ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। আবুল খায়েরের ওয়েবসাইট (http://www.abulkhairgroup.com/) থেকে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করা যাবে।
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet