
নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ৭ নভেম্বর, ২০২০
বিশ্বনাথ প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন“ এই শ্লোগানকে সামনে রেখে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা বিআরডিবি হলরুমে এভারগ্রীণ বহুমুখি সমবায় সমিতির সদস্য আহমদ মাসুম রিপনের পরিচালনায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এই সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা কৃষ্ণা রানী তালুকদার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, সাবেক ছাত্রনেতা তপন কুমার দাস।
অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর মৎস্য আড়তদার ও ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক শামসুল হক মোল্লা, বিআরডিবি অফিস সহকারী রফিকুল ইসলামসহ প্রমুখ ।
সভা শেষে অথিতিরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ট ৩টি সমবায় সমিতির মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করে