
কামরুল ইসলাম জ্যাকব
বুধবার, ৭ অক্টোবর, ২০২০
কামরুল ইসলাম জ্যাকবঃ মেয়েটার ওপর ২৩ দিন ধরে গ্রামের মাতব্বররা গণধর্ষণ চালিয়েছিল , কিন্তু মেয়েটা দমেনি। উলঙ্গ করে সারা গ্রাম হাঁটিয়েছিল। তারপর জেলের মধ্যে পুলিশও ধর্ষণ করেছিল তাও মেয়েটা দমেনি। তারপর এক রাতে ভারতের “বেহমাই”গ্রামে ২২জন মাতব্বরকে নিজের হাতে খুন করে প্রতিশোধ নিয়েছিলো। মেয়েটির বিদ্রোহ ছিল সমগ্র ধর্ষকদের বিরুদ্ধে কামানের গর্জনের মতো।
মেয়েটি, ফুলনদেবী।
আজ এই দেবীর পক্ষে প্রার্থনা করি এদেশের প্রতিটি মেয়ের মধ্যে ফুলনদেবী জেগে উঠুক। ধর্ষককে কুঁচি কুঁচি করে মারুক। একটা ধর্ষকও যেন পার না পায়।
নোয়াখালীর একজন মাকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষনের ঘটনা এতটাই ব্যাথীত করেছে যে, বাংলার ঘরে ঘরে ফুলনদেবী চাই।