
নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
বিশেষ প্রতিনিধি:: সিলেট-০৩ আসনের আগামীদিনের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য পদে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য গমনে বুধবার (৬ জুলাই) যুক্তরাজ্য হিথ্রো বিমানবন্দরে দলীয় নেতা-কর্মীরা সংবর্ধনা জানান।
বিমানবন্দরে অভ্যর্থনা শেষে, যুক্তরাজ্য আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে এক আনন্দ সভা ও নৈশ ভোজ অনুষ্টিত হয়।
যুক্তরাজ্য আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ এর সভাপতিত্বে ও যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ্ শামীম আহমদ।
উক্ত অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।