1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ৩ মার্চ, ২০২১

শ্রীমঙ্গলে বখাটে কর্তৃক ১৩বছরের এক কিশোরী ধর্ষণের শিকার


চিফ রিপোর্টার সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর সদর ইউপি’র পূর্ব বিরাইমপুর এলাকায় ধর্ষণের শিকার এক কিশোরী (১৩)।

শ্রীমঙ্গল থানার সাধারণ ডায়েরি নং – ৯৮৫, তাং ১৭ ফেব্রুয়ারী’২১ ইং

ধর্ষক একই এলাকার মমিন মিয়ার পুত্র রাকিব মিয়া (১৯)। ধর্ষণের শিকার মেয়েটি ২৫০ শয্যার মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসার পর বাবা-মার জিম্মায় রয়েছে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। আসামী পলাতক, তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট এলাকাবাসী। যুব সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত আসামী গ্রেফতার করার জোর দাবী জানান।

ভিকটিমের বাবা-মা এ প্রতিবেদক কে জানায়, আসামী পক্ষ তাদেরকে প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করে মামলা তুলে নিতে হুমকিধামকি দিচ্ছে। তাঁরা এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন। এছাড়া হুমকিধামকিকে তারা আতংকিত নিরীহ ভিকটিম এর পরিবার।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet