1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ২১ নভেম্বর, ২০২০

শ্রীমঙ্গলে পৌরসভা বর্ধিতকরন ও নির্বাচনের দাবীতে মানববন্ধন


 

শ্রীমঙ্গল থেকে, সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চৌমুহনা চত্ত্বরে ‘শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিতকরন ও নির্বাচন বাস্তবায়ন পরিষদ’ এর উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়। উক্ত কর্মসূচীতে বর্ধিত এলাকার জনগণসহ পৌরসভার নাগরিকরা যোগদেন।

উক্ত মানবন্ধন ও অবস্থান কর্মসূচীতে ‘শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিতকরন ও নির্বাচন বাস্তবায়ন পরিষদ’ এর আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. আছকির মিয়ার সভাপতিত্বে ও তফাজ্জল হোসেন ফয়েজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আবু সহিদ আব্দুল্লাহ, ডা. হরিপদ রায়, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরফরাজ আলী বাবুল, সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, আশ্রিদ্রোণ ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, উপজেলা জাসদের সভাপতি হাজী এলেমান কবীর, ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক হিমেল আহমেদ, সাবেক সাধারন সম্পাদক কদর আলী, জেলা পরিষদের সদস্য বদরুজ্জামান সেলিম প্রমুখ।

এসময় বক্তারা বলেন সর্বশেষ ২০১১ সালের ১৮ জানুয়ারি পৌরসভার নির্বাচন হয়েছিল। কিন্তু বর্ধিত এলাকা নিয়ে নির্বাচন করার উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও সীমানা জটিলতার অজুহাতে প্রায় ৫ বছর অতিক্রান্ত হলেও পৌরসভার নির্বাচন না হওয়ার ক্ষোভ প্রকাশ করেন তারা। এসময় তারা অবিলম্বে প্রসাশক নিয়োগ করে বর্ধিত এলাকা নিয়ে নির্বাচনের দাবী জানান।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet