রনি সুচিয়াং
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কারিতাসের বিভিন্ন ট্রেডকোর্স সম্পন্ন কারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও সরঞ্জাম বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বৃহ:বার(৫নভেম্বর) কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের অধীনে শ্রীমঙ্গলের কারিতাস কারিগরি স্কুলের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র প্রদান ও সংশ্লিষ্ট সংরঞ্জাম প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশ সিলেট এর জুনিয়র প্রকল্প কর্মকর্তা চয়ন চক্রবর্ত্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস সিলেট অঞ্চলের পরিচালক যোয়াকিম গমেজ, সক্ষমতা প্রকল্পের কর্মসূচী কর্মর্কতা বনিফাস খংলা, ইউনাইটেড কম্পিউটারের চেয়ারম্যান সুমন দেববর্মা, কারিতাস টেক্যনিক্যাল স্কুলের প্রতিনিধি ।
কারিতাস বাংলাদেশ সিলেট আঞ্চলিক এর সক্ষমতা প্রকল্পের অধীনে কর্তৃক ৬০ দিন ব্যাপী কারিগরি বিভিন্ন ট্রেড কম্পিউটার ও ইন্টারনেট কোর্সে ২৪ জন, অটোমোবাইল ১২ জন, ইলেকট্রিক ১৮ জন এবং গ্রাম ডাক্তার কোর্সে ৬ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে কম্পিউটার ও ইন্টারনেট কোর্সের ২৪ জন প্রশিক্ষণার্থীদের ২৪ টি কম্পিউটার ও বিভিন্ন ট্রেড অনুযায়ী প্রয়োজনীয় সংরঞ্জাম বিতরন করা হয়।