1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:১০ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

শ্রীমঙ্গলে ইউপি সদস‍্য মালেকা বেগমের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন


নিজস্ব প্রতিনিধি::মৌলভীবাজার শ্রীমঙ্গলে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে বাড়ি দখল, চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নির্যাতনের অভিযোগ করেছেন গ্রামের লোকজন।

শ্রীমঙ্গল প্রেসক্লাবে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।

উপজেলার সদর ইউপির যুবলীগকর্মী আজমির আলী এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে বলেন, গত ইউপি নির্বাচনের পর ৩নং সদর ইউপির নারী সদস্য মালেকা বেগম নওয়াগাঁও এলাকার শতাধিক সংখ্যালঘু পরিবার তাকে ভোট দেয়নি এমন ধারণা থেকে অত্যাচার-নির্যাতন ও স্থানীয় লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন।

এ নিয়ে গ্রামবাসী নালিশ দিলে ইউপি চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে মালেকা বেগমকে সতর্ক করেন।

এ ছাড়া মালেকা বেগম বিশ্বজিৎ গোস্বামী নামে এক ব্যক্তি মার্কেট নির্মাণের ঘটনায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না পেয়ে দোকান ঘরে তালা লাগিয়ে দেন এই জনপ্রতিনিধি।

এ ছাড়া নওয়াগাঁও এলাকার প্রয়াত আছাদ মিয়ার একটি বাড়ি জোর করে দখল করে নেওয়ার অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মালেকা বেগম ও তার স্বামী নানু মিয়ার চুরি, ছিনতাইসহ নানা কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। মালেকা বেগম এলাকায় দম্ভ করে বলে বেড়ান তিনি চেয়ারম্যান-ওসি এদের কাউকে পরোয়া করেন না।

সংবাদ সম্মেলনে এলাকার হারুণ মিয়া, সাহিদ মিয়া, শাহীন মিয়া, জুবায়ের আলী, আসলাম মিয়া, দোলন মিয়া উপস্থিত ছিলেন।

এসব অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মালেকা বেগম বলেন, ‘দেশে আইন আছে, পুলিশ আছে-আপনারা তদন্ত করলেই এসব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে বলে ইউপি সদস্যা জানান।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet