নিউজ পয়েন্ট সিলেট (Shobuj Sharma)
রবিবার, ৯ মে, ২০২১
নিউজপয়েন্ট সিলেট,নিজস্ব প্রতিবেদক- সবুজ শর্মাঃ- বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে উঠা নানা অভিযোগ তদন্তের ২০ মাস কেটে গেলেও এখন পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি।
তদন্তের দায়িত্বে থাকা প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, করোনার কারণে তদন্ত কাজ শেষ করতে পারেননি তিনি।
সমালোচনার মুখে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন কেন্দ্রীয় সভাপতি- রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক- গোলাম রাব্বানী।
যদিও অভিযোগের ব্যাপারে বিভিন্ন সময় শোভন-রাব্বানী বলেছেন, তারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
এ ব্যাপারে ইত্তেফাকে’র সঙ্গে এইসব নিয়ে কথা বলেন গোলাম রাব্বানী।
তিনি বলেন, আমরা বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছি এবং হচ্ছি। পরিস্থিতি তৈরি করে আমাদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিলো। আমাদেরকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হয়নি।
রাব্বানীর অভিযোগ, যারা অন্যায় করলেন তাদের কিছু হলো না কিন্তু আমরা অন্যায়ের শিকার হলাম।
দীর্ঘদিন ছাত্রলীগ একটা বলয়ের কাছে আটকে ছিলো। যে বলয়ে রাজনৈতিক নেতা, আমলা ও সাংবাদিক ছিলেন। এই সিন্ডিকেট ভেঙে যখন আমাদের নিয়ে নেত্রী কমিটি করলেন তখন সেই বলয়ের অনেকেরই আঘাত লেগেছিলো।
তারাই আসলে এই ঘটনাটা ঘটিয়েছেন। তারা বারবার নেত্রীকে ভুল বুঝিয়েছেন। তাদের কবজায় কমিটি নেওয়ার জন্যই তারা সব সময় ওঁত পেতে ছিলেন।
নিউজপয়েন্ট সিলেট/ সবুজ শর্মা.