
নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১৭ মার্চ, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি নীলাঞ্জনা শর্মা’র লেখা কবিতা-
কবিতা – শেখ মুজিবুর
কলমে – নীলাঞ্জনা শর্মা
স্বাধীন দেশের কিংবদন্তি
বাংলার কারিগর
মোদের প্রিয় জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর।
১৭ই মার্চের শুভদিনে
জন্ম হলো তাঁর
মহান নেতার মহান গৌরব
অক্ষুণ্ণ এই বিশ্ব দরবার।
১৫ ই আগষ্টের কালোদিবসে
যত শত্রু সেনার দলে
প্রাণ নিয়ে নিল জাতির পিতার
নানান বিশ্বাসঘাতকতার ছলে।
কীর্তিমানের মৃত্যু নেই
সর্বলোকেই কয়
বঙ্গবন্ধু বেঁচে আছেন বাংলার
পুরো সাহিত্যময়।।