
নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ২ মে, ২০২১
বিনোদন ডেস্কঃ মৌলভীবাজারের উদীয়মান জনপ্রিয় কন্ঠশিল্পী ও মডেল আলো দেবী’র কন্ঠে খুব শীগ্রই আসছে “একখান পান চাইলাম”
স্টুডিও ফোক ভয়েস প্রযোজিত আলো দেবী’র গাওয়া গানটির সংগীত পরিচালনা করেছেন হাসনাত কবির।
জানা যায়, আসছে ৫ মে রোজ বুধবার রাত ৯ ঘটিকায় Alo Debi YouTube চ্যানেল এবং studio folk voice YouTube চ্যানেলে “একখান পান চাইলাম” গানটি রিলিজ হবে।
এছাড়াও ঈদুল ফিতর উপলক্ষে আলো দেবী’র নতুন মিউজিক ভিডিও শ্যামের বাঁশী ১৯ মে মুক্তি পাচ্ছে Alo Debi YouTube চ্যানেল।
আলো দেবীর নিজের লেখা গানটিতে মিউজিক পরিচালনা করেছেন অলক কর। দ্বীপ দত্ত আকাশের কোরিওগ্রাফিতে এতে অভিনয় করেছেন একঝাঁক নতুন মডেল।
এর আগে আলো দেবী’র ‘মরার কোকিলে’, ‘কলি যুগের রাধা’ এবং ‘কি মায়া লাগাইছে’ মিউজিক ভিডিও তিনটি ব্যাপক দর্শক জনপ্রিয়তা পেয়েছিল।
আলো দেবী’গানের পাশাপাশি মডেলিংয়ে ব্যস্ত সময় পার করছেন।