নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
দক্ষিণ সুরমার শালিসি ও ক্রীড়া ব্যক্তিত্ব আলাউদ্দিন আহমদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে ২২ শে ফেব্রুয়ারি বুধবার বাদ জোহর দরগাহে হযরত শাহ জালাল রঃ জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দক্ষিণ সুরমা ফাউন্ডেশন আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, সিলেট বিভাগ গণকল্যান ট্রাষ্টের চেয়ারম্যান মাওলানা আব্দুল মালিক চৌধুরী, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সভাপতি ডা. গিয়াস উদ্দিন, সহ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ আহমদ, সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আবু, যুবকর্মী আমিনুল ইসলাম, তাহের আহমদ।
মিলাদ মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন দরগাহে হযরত শাহ জালাল রঃ এর খাদিম হাফিজ মাওলানা কবির আহমদ।
আলাউদ্দিন আহমদ যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য, সাবেক ছাত্রনেতা মোঃ জুয়েল আহমদের পিতা।