![Logo]( https://newspointsylhet.com/file/2020/09/mylogo.jpg)
নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট প্রতিনিধিঃ আসন্ন লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ০৬ নং লালাবাজার ইউনিয়ন এ চেয়ারম্যান পদে সর্বত্র প্রার্থীদের সরব প্রচার প্রচারণা চলছে।
এই সুবাদে, লায়েক আহমদ জিকো নিজেকে একজন প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে লালাবাজার ইউনিয়ন এর জনসাধারণের মুখে উনাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
“নিউজ পয়েন্ট সিলেট” কে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রতিবেদকে জানান, আমি মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেনো আমাকে লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর আসনে বসানোর তৌফিক দান করেন, আমিন। এবং তিনি সকলের সর্বদা সূস্বাস্থ্যে দীর্ঘায়ু কামনা করেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, লালাবাজার ইউনিয়ন এর স্হানীয় রাজনীতি,সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের খুবই সক্রিয় এবং জনপ্রিয় একজন প্রান চঞ্চল রাজনৈতিক হিসেবে আবির্ভূত হন তার মেধা,সততা ও সাদাসিধে জীবন যাপনের মাধ্যমে, অত্যন্ত সদালাপী,স্বজ্জন ব্যক্তি,মানুষের সাথে যার অমায়িক ব্যবহারের কারণে অত্যন্ত সহজে মানুষের সাথে মিশে যাওয়ার যে গুন তার রয়েছে এবং মানুষের সাথে মিশে কাজ করার অসাধারণ এক গুনাবলীর অধিকারী ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ, অত্যন্ত বিনয়ী, নামাজী,সদালাপী একজন মানুষ হিসেবে তার সুখ্যাতি রয়েছে সর্বমহলে,। তিনি বর্তমানে রাজনৈতিকভাবে পরিস্ফুটিত একজন সফল সমাজসেবক হিসেবে অত্যন্ত সুনামের সহিত লালাবাজার ইউনিয়ন এর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক কার্যক্রম পরিচালিত করে যাচ্ছেন,এছাড়া লালাবাজার ইউনিয়ন এর শিক্ষা ক্ষেত্রে তার অবাধ বিচরণ তিনি একাধারে লালাবাজার স্কুল এন্ড কলেজ গভর্নিং বডি,র শিক্ষানুরাগী সদস্য, এবং ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিট হযরত আব্দুল কাদির জিলানী( রঃ) ইসলামিক ইনস্টিটিউট এর প্রতিষ্টাকালীন সময় থেকে গভর্নিং বডি,র শিক্ষানুরাগী সদস্য হিসেবে খেদমত করে যাচ্ছেন,তিনি মোহাম্মদী সরকারি প্রাথমিক বিদ্যালয় (কাটাদিয়া) র ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন, তিনি তার নিজ গ্রামে প্রতিষ্টিত করসনা (বেসরকারি) আদর্শ প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। এক কথায় তিনি যেভাবে রাজনৈতিক ভাবে সফল একজন রাজনীতিবিদ ঠিক তেমনি সামাজিক ভাবে একজন সফল সমাজসেবক,তেমনি শিক্ষাক্ষেত্রে ও একজন সফল শিক্ষানুরাগী,অত্যন্ত ধার্মিক,পরোপকারী মানসিকতার অধিকারী এই মানুষটি আর্তমানবতার কল্যানে নিজেকে বিলিয়ে রাখতে সর্বদা প্রস্তুত রাখেন নিজেকে, তিনি আর্তমানবতার কল্যানে ব্রত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
লায়েক আহমদ জিকো ১৯৮৬ সালের ২৯ শে অক্টোবর দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন এর করসনা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম এক রাজনৈতিক পরিবারে জন্মগ্রহন করেন তার বাবা হাজী আহমদ আলী সাহেব তিনি মুক্তিযুদ্ধ পরবর্তী লালাবাজার ইউনিয়ন পরিষদের এর ইউপি সদস্য ছিলেন,তার মেজো চাচা জনাব মাহমুদ আলী সাহেব বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী জাসদ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ছিলেন,তার চোট চাচা জনাব মখলিছুর রহমান (সম্রাট) বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী তিনি ৯০ এর সৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন তিনি ছাত্রলীগের সিলেট সরকারী কলেজ এর সাধারণ সম্পাদক ছিলেন, তাদের একান্নবর্তী পরিবারের মাঝে তাদের পরিবার, চোটবেলা থেকেই রাজনৈতিক পরিবারের মাঝে বেড়ে ওঠা মানসিকতা নিয়েই তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল, চোটবেলা থেকেই রাজনৈতিক প্রতিভা নিয়ে বিকশিত হওয়ার চেষ্টায় বিভোর লায়েক আহমদ জিকো লালাবাজার ইউনিয়ন ছাত্রলীগের (১৯৯৭/৯৮)সদস্য নির্বাচিত হয়ে ছাত্র রাজনীতি তে পদার্পণ করেন,পরবর্তী তে ইউনিয়ন ছাত্রলীগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক,এবং দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক ও পরবর্তী তে সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন, শিক্ষাজীবনে তিনি ২০০৩ সালে এস,এস,সি,২০০৫ সালে এইচ,এস,সি,এবং ২০১২ সালে সিলেট সরকারী কলেজ থেজে ডিগ্রি পাস করেন।