নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১২ মে, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৬ নং লালাবাজার ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ-সহ দেশে এবং বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী তোয়াজিদুল হক (তুহিন)
এক শুভেচ্ছা তিনি বলেন, পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে সবাইকে “ঈদ মোবারক” ।ঈদ মানে ধনী, গরীব, ধর্ম বর্ণ গোত্র, ভেদাভেদ ভুলে সকলে এক সাথে পবিত্র ঈদ উল ফিতরে মিলেমিশে আনন্দে মেতে ওঠা ।তবে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় এবারের ঈদের আনন্দ অন্য সব সময়ের চেয়ে ভিন্নতর।তাই সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারের প্রতিটি আদেশ নিষেধ মেনে আমরা সকলেই এবারের পবিত্র ঈদু-উল-ফিতর উদযাপন করবো।
তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শীঘ্রই বিশ্ববাসী এ মহামারী থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সবার জীবনে ঈদের খুশি পূণর্তা দান করুন এই দোয়া করি। সীমিত পরিসরে হলেও একটি মানুষও যেন বঞ্চিত না হয় আনন্দ থেকে। পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময় এই শুভ প্রত্যয়ে আবারও “ঈদ মোবারক ।