1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
বুধবার, ১৮ মে ২০২২, ০২:১৩ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

লালাবাজারে পীর ইকবালের গনসংবর্ধনা আগামী মঙ্গলবার


বিশেষ প্রতিনিধিঃ  দক্ষিণ সুরমার ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সদ্য বিদায়ী সফল চেয়ারম্যান জননেতা পীর মোঃ ফয়জুল হক ইকবাল এর গণসংবর্ধনা সফলের লক্ষ্যে এক মতবিনিময় সভা ১৫ জানুয়ারি শনিবার সন্ধ্যায় লালাবাজারস্হ ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

প্রবাসী কমিউনিটি নেতা, যুক্তরাজ্যস্হ টাওয়ার হেমলেট এর কাউন্সিলর খালেস উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লালাবাজারের বিশিষ্ট ব্যাক্তিবর্গের মতামতের ভিত্তিতে আগামী ১৮ই জানুয়ারী রোজ মঙ্গলবার বেলা ২.০০ঘটিকার সময় লালাবাজারবাসীর পক্ষ থেকে এক বিশাল গণসংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় গণসংবর্ধনা বাস্তবায়নে
সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, বিশিষ্ট রাজনীতিবিদ ফালাকুজ্জামান চৌধুরী জগলু, এডভোকেট মুহিদ হোসেন, আমিনুর রহমান চৌধুরী শিফতা, প্রবাসী কমিউনিটি নেতা মোঃ এনামুল হক, ইউপি সদস্য ফখরুল ইসলাম, নজরুল ইসলাম মনির, সাবেক মেম্বার শহীদ রেজা, পাপড়ী রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী জুবায়ের আহমদ লিটন, জুবের আহমদ, বিশিষ্ট সংগঠক আমিনুল ইসলাম আনহার, বিশিষ্ট সমাজসেবী তজম্মুল হোসাইন, শাহ ওবায়দুল হক,আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, তরুন সংগঠক মামুনুর রহমান চৌধুরী, সুমেল আহমদ, সাকির আহমদ, ইমন আহমদ প্রমুখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet