নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
নিজস্ব প্রতিবেদক: রোটারি ক্লাব অব সিলেট সুপ্রিমের রোটা বর্ষ ২০২১-২০২২ এর প্রথম ফিজিক্যাল সভা জিন্দাবাজারস্থ পানসী ইন এ ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ এনামুল কবীর এর সভাপতিত্বে অনুস্টিত হয়।অনুস্টানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন পিডিজি, ডিস্ট্রিকট ট্রেইনার প্রিন্সিপাল লে:কর্ণেল (অব:) রোটারিয়ান আতাউর রহমান পীর স্যার,বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন এসিস্ট্যন্ট গভর্ণর রোটারিয়ান মিজানুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রোটারি ক্লাব সমুহ মানুষের কল্যাণে অনবরত কাজ যাচ্ছে এবং সেই সাথে অন্যদেরকেও মানব কল্যাণে এগিয়ে আসতে উদ্ভুদ্ধ করছে।আপনারাও আপনাদের কাজের মাধ্যমে রোটারির ইমেজ বৃদ্ধি করবেন।
প্রধান অতিথি নতুন দুই জন রোটারি পিন পরিয়ে এবং শপত বাক্য পাঠকারানোর মাধ্যমে নতুন ক্লাব সদস্য হিসাবে অভিষিক্ত করেন।
নতুন সদস্য হলেন রোটারিয়ান আরাফাত খান ইয়ামিন,রোটারিয়ান মঈন মাসুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন রোটারিয়ান আই,পি,পি তারেক আহমদ PHF,ক্লাব ট্রেইনার রোটারিয়ান পি,পি এনায়েত হাসান মানিক,ক্লাব ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান রৌনকুল ইসলাম পাভেল,রোটারিয়ান পি,পি নুরুল ইসলাম রাজু,ক্লাব সেক্রেটারি রোটারিয়ান নাহিয়ান আরাবি।প্রমুখ