
নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
সাহিত্য ডেস্কঃ করোনা ভাইরাস প্রতিরোধে নিউজ পয়েন্ট সিলেট-এর সাহিত্য কলামে প্রকাশিত কবি রাজন দেবনাথের জনসচেতনতামূলক কবিতা⤵️
? স্বাস্থ্যবিধি মেনে চলি ?
রাজন দেবনাথ _______✍️
_?????????__________________________✍️
এসো আমরা সবাই সরকারি নিয়ম
কানুন নির্দেশ স্বাস্থ্যবিধি মেনে চলি,
মরণব্যধি রোগ হতে রক্ষা পেতে
মাস্ক পড়ার কথা জনে জনে বলি।
শহর গ্রামে গঞ্জে গণসচেতনতা
সবাই মিলেমিশে হলেও বৃদ্ধি করি,
করোনা মহামারি রোগশোকের
বিষাক্ত ছোবলে যাতে নাহি মরি।
বায়ু দূষণ থেকে মুক্ত হতে হলে
মলমূত্র বর্জ্য পদার্থ গর্তে রাখি,
স্বাস্থ্য সম্মত পরিবেশ তৈরি হলে
অসময়ে মৃত্যুর থাকবেনা ঝুঁকি।
হাঁচি কাশি সর্দি হলে দ্রুত চলে
যাবো আমরা গণস্বাস্থ্য কেন্দ্রে,
চিকিৎসকের সুপরামর্শ নিয়ে
ঔষধ সেবন করবো নিঃসন্দেহে।
টাটকা শাকসবজি ফলমূলে
আছে প্রচুর ভিটামিন যুক্ত,
নিয়মিত খেলে শরীর থাকবে
সতেজ বারোমাস রোগমুক্ত।