নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ২৪ মার্চ, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজনগর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব মিছবাউদ্দোজা ভেলাই অদ্য রাত ১০ঃ২০ মিনিটের সময় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
তিনি দীর্ঘদিন ধরে লিভার, হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।
তার মৃত্যুর খবর পেয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, যুগ্ম সম্পাদক ও মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, রাজনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিলন বখত, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান প্রমুখ মরহুমের বাড়িতে ছুটে যান।
তার নামাজে জানাজা বৃহস্পতিবার বেলা ২টা ১৫ মিনিটে রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।