নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
নিউজ পয়েন্ট ডেস্কঃ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি আজ শনিবার (১৪ নভেম্বর) ঘোষণা করা হয়েছে। কাউন্সিলের মাধ্যমে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এবার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।
যুবলীগ প্রতিষ্ঠার পর সদস্য সংখ্যার আকারে এটি সবচেয়ে বড় কমিটি।
কমিটির প্রেসিডিয়াম সদস্যরা হলেন- অ্যাডভোকেট মামুনুর রশীদ, মনজুর আলম শাহীন, আবু আহমেদ নাসিম পাভেল, শেখ সোহেল উদ্দীন, ডা. খালেদ শওকত আলী, শেখ ফজলে ফাহিম, সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। একটি পদ খালি রাখা হয়েছে।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।