1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২, ০৪:৪৪ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

যুবলীগের মিছিল থেকে সিলেটে চরমোনাই পীরের ওয়াজের গেইট ভাঙচুর


নিউজ পয়েন্ট প্রতিনিধিঃ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রোববার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেটে যুবলীগের মিছিল থেকে চৌহাট্টা হয়ে আলিয়া মাদ্রাসার দিকে যাওয়ার সময় আলিয়া মাদ্রাসার সামনে মূল সড়কের উপর নির্মিত একটি গেইট ভাঙচুর করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম (চরমোনাই পীর) এর ওয়াজ মাহফিল উপলক্ষে এই গেইটটি নির্মাণ করা হয়েছিলো।

জানা যায়, আগামী ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর আলিয়া মাদ্রাসা মাঠে এই ওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা।

তবে গেইট ভাঙচুরের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা।

রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণ নিয়ে আপত্তি জানিয়ে আসছে ধর্মভিত্তিক বিভিন্ন গোষ্ঠী। ভাস্কর্য নির্মিত হলে তা ভেঙে ফেলারও হুমকি দিয়ে আসছে এদের কেউ কেউ। তাদের মধ্যে চরমোনাই পীরও রয়েছেন।

ভাস্কর্য নির্মাণ ইস্যুতে ধর্মভিত্তিক দলগুলোর বিক্ষোভের মধ্যেই শুক্রবার রাতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর করা হয়।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শনিবার থেকে বিক্ষোভ করে আসছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠন।

রোববার সিলেটে সিলেট জেলা আওয়ামী লীগ এবং সংযোগী অঙ্গসংগঠনও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet