1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ১১ নভেম্বর, ২০২০

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো ছৈলা আফজলাবাদ ইউনিয়ন যুবলীগ


প্রভাষ কুমার শর্ম্মা,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ যুবলীগ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়ন যুবলীগ’র আলোচনা দোয়া-মাহফিল ও মিষ্টি বিতরণ করেছে।

ছৈলা আফজলাবাদ ইউনিয়ন যুবলীগের (সাধারণ সম্পাদক) মাহবুবুর রহমানের নেতৃত্বে, বুধবার সন্ধ্যা ৬টায় ইউনিয়নের শরিষপুর পয়েন্টস্থ রিফাত এন্ড কোং এ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা দোয়া-মাহফিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আওমাীলীগ নেতা মাওলানা কাজী শামসুল ইসলাম ও মাওলানা কবির আহমেদ কাসেমীর যৌথ্য পরিচালানায় দোয়া- মাহফিল সম্পন্ন শেষে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা আব্দুল আলীম, ইউনিয়ন যুবলীগ নেতা প্রভাষ কুমার শর্ম্মা।
বুরহান উদ্দিন, যুবলীগ নেতা আবু তাহের,বাছিত মিয়া,পংকজ শর্ম্মা,চন্দন সুত্রধর, মিলন আহমেদ, পরিতোষ শর্ম্মা, জোটন দাস, প্রমূখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet