1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:২৯ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

যুবকরাই শক্তি যুবকরাই এদেশের ভবিষ্যৎ- টিএমএসএস


দিরাই প্রতিনিধঃ সুনামগঞ্জ দিরাইয়ে করিমপুর ইউনিয়নে নতুন কর্নগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
২৫ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল ১১:ঘটিকায়
টি এমএসএস মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্বে করেন, নতুন কর্নগাঁও সূর্য মুখী যুব সংঘের সভাপতি, সদরুল ইসলাম, সঞ্চলনা করেন
টি এম, এস, এস, সহকারী টেকনিক্যাল অফিসার্জ জহিরুল হাসান,
বক্তব্য রাখেন টি এমএসএস, উর্ধ্বতন কর্মকর্তা, রবিউল ইসলাম,
টেকনিক্যাল অফিসার্জ, সৈকত হোসেন, করিমপুর ইউনিয়নে যুব ফোরামের সহ-সভাপতি মহিলা সুরাইয়া ইয়াছমীন,সাধারণ সম্পাদক পরিতোষ দেব নাথ,
সদস্য মুহিবুর রহমান তালুকদার, রাহেলা বেগম, সূর্য মুখী সংঘের সাধারণ সম্পাদক,
আলী হোসেন তালুকদার,কোষাধ্যক্ষ জিয়াউর রহমান তালুকদার,মনাই মিয়া, অনিদ্র দাস,
পুরাতন কর্নগাঁও একতা যুব কল্যাণ পরিষদ, সভাপতি গোবিন্দ দেবনাথ,
মকসদপুর যুব কল্যাণ পরিষদ, সভাপতি রবিনূর মিয়া,

বক্তব্য রবিউল ইসলাম, বলেন
টি এমএসএস মূলত কাজ হচ্ছে হাওর অঞ্চলে অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী ও দিনমজুর কৃষকের পক্ষে কাজ করা আমাদের লক্ষ্য।
এ সময় উপস্হিত ছিলেন। জিবারুল হোসেন, আমীর হোসেন,
জামিল হোসেন,রায়হান চৌধুরী, সুজাত মিয়া,
কুতুব উদ্দিন মীর, মিজানুর রহমান, প্রমুখ,

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet