1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট ডেস্ক ::

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

যুদ্ধাপরাধে কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী ফাইজুল্লাহ গ্রেফতার


যুদ্ধাপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এএফএম ফায়জুল্লাহ ওরফে আবুল ফালাহ ফাইজুল্লাহকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

২০১৪ সালে মানবতাবিরোধী মামলা দায়ের পর থেকেই এএফএম ফায়জুল্লাহ ওরফে আবুল ফালাহ ফাইজুল্লাহ পলাতক ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ফাইজুল্লাহর বিরুদ্ধে যুদ্ধাপরাধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।

ফাইজুল্লাহ ছাড়াও গফরগাঁও উপজেলায় আরও সাতজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ফাইজুল্লাহ উপজেলার পাগলা থানার সাদুয়া গ্রামের মৃত আব্দুল মজিদ খানের ছেলে। রাজাকার ফাইজুল্লাহ, আবদুর রাজ্জাক, সামছুজ্জামান কালাম, আব্দুল খালেক, বাদশা, খলিল মীর গংরা ১৯৭১ সালে উপজেলার নিগুয়ারী, টাংগাব, দত্তেরবাজার ইউনিয়নের গ্রামে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ, আটক, নির্যাতন বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন।

পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, যুদ্ধাপরাধ মামলায় পলাতক আসামি ফাইজুল্লাহকে গ্রেফতার করে ময়মনসিংহ জেলা আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet