1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১২:০২ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ১০ জুলাই, ২০২১

যুক্তরাষ্ট্রে ভবন ধসে মর্মান্তিক মৃত্যু ও হৃদয়বিদারক তথ্য


যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভবন ধসের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

 এ ঘটনাকে হৃদয়বিদারক বর্ণনা করে শুক্রবার (৯ জুলাই) মিয়ামি-ডেডে’র মেয়র ডানিয়েলা লেভিন কাভা বলেছেন ভবন ধসে এখনও নিখোঁজ ৬২ জনের হয়তো বেঁচে থাকার সম্ভাবনা নেই।

 

এদিকে প্যারাগুয়ের পররাষ্ট্রমন্ত্রী আল জাজিরাকে জানিয়েছেন, ভবন ধসে প্যারাগুয়ের ফার্স্টলেডির বোন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন লাতিন আমেরিকান নাগরিক ওই ভবনে বসবাস করতেন। ২৪ জুন ভবন ধসের পর তাদের এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

 

মিয়ামি-ডেডে’র মেয়র ডানিয়েলা লেভিন কাভা জানান, দুর্ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসকর্মীরা ভবনের ১৩ মিলিয়ন পাউন্ড ধ্বংস স্তূপ পরিষ্কার করেছেন।  লেভিন কাভা জানান, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির (এনআইএসটি) তদন্তকারীরা এই বিল্ডিংয়ের ধসের কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছেন।

 

 তদন্তকারীরা ২০০টিরও বেশি ফরেনসিক বস্তু সংগ্রহ করেছে। সেগুলো বিশ্লেষণ করার জন্যে ওয়াশিংটনের ফিজিক্যাল মেজারম্যান্ট ল্যাবে পাঠানো হয়েছে।

 

গত ২৪ জুন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোরে ফ্লোরিডার মিয়ামির ১৫৬ ইউনিট বিশিষ্ট ওই আবাসিক ভবনটি ধসে পড়ে। 

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet