নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তি যুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়।
যথাযোগ্য মর্যাদায় একাত্তরের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনে আজ বুধবার (১৬ ই ডিসেম্বর) শনিবার মহান এই বিজয় দিবস উদযাপন করা হয়।
সকাল ৮ ঘটিকার সময় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্টান শুরু হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট ০৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এম.পি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।